গোয়াইনঘাটে এক রশিতে ঝুলে প্রেমিকযুগলের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৭:০৭:৩৫,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: একই সঙ্গে জীবন দিয়ে ভালোবাসার নজির স্থাপন করেছে সিলেটের গোয়াইনঘাটের সাগর ভৌমিক (১৮) ও সুরতি মন্দা (১৮) প্রেমিকযুগল। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গুন্নি চা বাগানের ১৯নং সেকশন এলাকায় একটি কাঁঠাল গাছের সঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখতে পান চা শ্রমিকরা। প্রেমিক সাগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুন্নি চা বাগানের নতুন লাইন এলাকার সুনীল ভৌমিক এর ছেলে এবং প্রেমিকা সুরতি একই এলাকার মন্টু মন্দার মেয়ে। তারা দুজন একে অপরকে ভালবেসে আসছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার অন্য একটি ছেলের সাথে সুরতির বিয়ের দিনক্ষণ ঠিক করেছিল তার বাবা-মা। তবে, বিষয়টি মেনে নিতে পারেনি সুরতি ও তার প্রেমিক সাগর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ভোরে চা বাগান শ্রমিকরা গুন্নি চা-বাগানের ১৯নং সেকশন এলাকার একটি কাঠাল গাছের সঙ্গে একই রশিতে প্রেমিকযুগলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। ফাঁসিতে ঝুলে একসঙ্গে প্রেমিকযুগলের আত্মাহুতির ঘটনার খবর শুনেই ওই এলাকায় হাজার হাজার মানুষ ভীড় জমিয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।