গোলাপগঞ্জের একটি কক্ষে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েনি একটিও!
প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৪,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: গোলাপগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল ৮টা থেকে। তবে সকাল ১১টা পেরিয়ে গেলেও প্রায় ভোট কেন্দ্র ফাকা দেখা যাচ্ছে। দু’একটি করে ভোট পড়লেও ভোটারদের তেমন কোন সারি দেখা যায়নি। তবে সবাই মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।
সরজমিন উপজেলার ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, খর্দ্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমসি একাডেমি সরকারি স্কুল এন্ড কলেজ, ফুলবাড়ি আযিরিয়া ফাযিল মাদ্রাসা, জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং রনকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ পৌরসভা সেন্টার ঘুরে প্রায় প্রতিটি কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।
জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটিং অফিসার খায়রুল আমিন জানান, সকাল পৌনে ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৮টির মত, তবে সময় বাড়ার সাথে সাথে ভোটাররা আসতে শুরু করেছে। খর্দ্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটিং অফিসার এনামুল হক জানান সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৯০টি। এই কেন্দ্রের অপর একটি কক্ষে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটি ভোটও পড়েনি জানান দায়িত্বরত কর্মকর্তা। তবে প্রতিটি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জানান বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তারা।