গোপনে হাসপাতাল ছাড়লেন রিজভী
প্রকাশিত হয়েছে : ৭:০২:২৯,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
সংবাদ ২১ ডটকম ডেস্ক :: গভীর রাতে হাসপাতাল ছেড়ে গেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এর আগে দশম জাতীয় সংসদের এক বছরপূর্তী উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি এবং ৫ জানুয়ারি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে পুলিশ রুহুল কবির রিজভী আহমেদকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে বিভিন্ন মাধ্যমে শোনা যায়, তাকে মূলত আটক করা হয়েছে, যদিও পুলিশ তা স্বীকার করেনি।
এপ্রসঙ্গে সেসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় তাকে পুলিশ হাসপাতালে পৌঁছে দেয়। তবে যার চিকিৎসা তাকেই এর ব্যয় বহন করতে হবে। পুলিশের পক্ষ থেকে তা করা হবে না।
কিছু আগে জানা গেছে, সবার অলক্ষ্যে গত রাতে হাসপাতাল ছেড়ে গেছেন রিজভী। তবে সময় টেলিভিশন দাবি করেছে, এবিষয়ে পুলিশ এখনো কিছু জানে না।