গোপনে বিয়ে করলেন ইমরান!
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৩১,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক:: ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। খেলোয়াড়ি জীবনে তার কীর্তিগুলো বারবারই এসেছে মিডিয়ায়। এরপর রাজনীতিতে সক্রিয় হয়ে বহুবার বক্তৃতা দিয়ে মিডিয়ায় সংবাদ হয়ে এসেছে তার ভাষ্য। এবার তার বিয়ের খবরটি ফলাও করে এল গণমাধ্যমে। পাকিস্তানের কিংবদন্তির হৃদয়ে নতুন এক নারী এসেছেন। বিদেশি মিডিয়ার খবর অনুযায়ী, গত সপ্তাহে তাঁরা নাকি গোপনে বিয়েও সেরে ফেলেছেন!
৬২ বছর বয়সী ইমরানের মন কেড়েছেন রেহাম খান। বর্তমানে তিনি পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠক ও বিবিসির সাবেক আবহাওয়া সংবাদের ঘোষক। এর আগে এক চিকিৎসকের সঙ্গে ৪১ বছর বয়সী রেহামের বিয়ে হয়েছিল। পরে তাঁদেরও বিচ্ছেদ ঘটে। তিন সন্তানের মা রেহাম জন্মসূত্রে পাকিস্তানি হলেও বিয়ের সূত্রে বেশ কয়েকবছর ইংল্যান্ডে ছিলেন।
আগের স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে সম্পকর্টা ভেঙ্গে গেছে প্রায় ১০ বছর হয়ে গেছে। জেমিমার পর ইমরান খানের জীবনে কি তবে নতুন কেউ এল? ঘটনা কতটুকু সত্য—এ নিয়ে এখনো সন্দিহান থাকলেও তার-ই খেলোয়াড়ী জীবনের সতীর্থ আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম ভারতের এক বাংলা দৈনিককে বলেছেন, ‘ইমরানের সঙ্গে শেষ যখন কথা হয়েছিল, আমাকে বলেছিল, আবার বিয়ে করতে চায়। জানি না অধিনায়কের সে ইচ্ছেটা পূর্ণতা পেল কি না!’ ইমরানের বিয়ে নিয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক ভাষ্যকর ডা. শহীদ মাসুদ বলেছেন, ‘ইমরান খবরটি স্বীকারও করেনি আবার অস্বীকার করেনি।’