গেইল ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৫০,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ তে দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ক্যারিবীয়দের হয়ে দ্রুততম টি-২০ ফিফটির রেকর্ড গড়েন ক্রিস গেইল। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে।
শুক্রবার কেপ টাউনের নিউল্যান্ডসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধাš নেয় দক্ষিণ আফ্রিকা। রিলি রুশোর অপরাজিত ৫১ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্বাগিতকরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ফাপ ডু প্লেসিসের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেল একাই দুই উইকেট লাভ করেন। জেসন হোল্ডার এবং আন্দ্রে রাসেল ১টি করে উইকেট লাভ করেন।
১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৭৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ সাজঘরে ফিরলেও। প্রোটিয়াস বোলারদের উপর ঝড় চালিয়ে যান ক্রিস গেইল।
মাত্র ১৭ বলেই অর্ধশতক (৫৩) হাকান তিনি। আর ইমরান তাহিরের বলে আউট হওয়ার আগে ৩১ বলে ৭৭ রানের ঝড়ো এক ইনিংস খেলে যান তিনি। হার্ড হিটার ওপেনার ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মারলন স্যামুয়েলস।
এরপর আন্দ্রে রাসেল এবং দিনেশ রামদিন দ্রুতই সাজঘরে ফিরে যান। তবে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন কিয়েরন পোলার্ড(৮*) ও ড্যারেন সামি (২*)। ১৯.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে তারা। এর ফলে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটে সহজ জয় পায় ক্যারিবীয়রা।
২৮ রানে ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা বোলার ইমরান তাহির। এছাড়া ওয়েন পার্নেল ২টি এবং ডেভিড ওয়েজ ১ টি উইকেট লাভ করেন।