গৃহস্থালি কাজ বেশি করে যেসব দেশের পুরুষরা
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৫৫,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
বিচিত্র ডেস্ক :: পুরুষদের গৃহস্থালির কাজের পরিমাণের উপর এক জরিপের ফলাফল প্রকাশ করেছে স্টাটিস্টা। প্রকাশিত তথ্যানুযায়ী স্লোভেনিয়ার পুরুষরা গৃহস্থালির কাজ সবচাইতে বেশি করে। গৃহস্থালির কাজে প্রতিদিন তারা ১১৪ মিনিট ব্যয় করে।
তালিকার ৩০ নম্বরে অবস্থান করছে ভারত এবং দেশটির পুরুষরা গৃহস্থালির কাজের জন্য প্রতিদিন ১৯ মিনিট সময় ব্যয় করে। প্রকাশিত তালিকার পাঁচ নম্বরে যৌথভাবে অবস্থান করছে অষ্ট্রেলিয়া এবং পোল্যান্ড।
এ দুটি দেশের পুরুষরা প্রতিদিন গড়ে ৯৩ মিনিট করে কাজ করে। ১০ নম্বরে যৌথভাবে অবস্থান করছে কানাডা এবং নেদারল্যান্ড। এ দুটি দেশের পুরুষরা গড়ে প্রতিদিন ৮৩ মিনিট করে কাজ করে। প্রকাশিত জরিপের মধ্য থেকে দশটি দেশের পুরুষদের গৃহস্থালির কাজের জন্য ব্যয় করা সময়ের পরিমান তুলে ধরা হল।