গুলশান কার্যালয়ে নিয়মিত খাবার যাচ্ছে : পুলিশের আইজি
প্রকাশিত হয়েছে : ২:০৯:২১,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে-এমন অভিযোগ অস্বীকার করে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল বলেছেন, খালেদা জিয়া নিয়মিতই খাবার পাচ্ছেন ও সুস্থ আছেন বলে তাঁদের কাছে খবর আছে। বুধবার রাত থেকে খালেদার কার্যালয়ে খাবার নিয়ে যেতে বাধা দেয় পুলিশ-এমন অভিযোগে করেছেন দলের পক্ষ থেকে শীর্ষ নেতারা। অভুক্ত থেকে অনেকে অসুস্থ হয়েও পড়েছেন বলেও তাদের অভিযোগ।
আর এমর অভিযোগেকে মিথ্যা বলে ঘোষণা দিয়ে পুলিশের আইজি বলেন, এ বিষয়ে সব কিছু খতিয়ে দেখা হবে। পুলিশের গোয়েন্দা শাখা এ বিষয়ে কাজ করছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ঢালাও অভিযোগ করা হয় বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আইজি এ কথা বলেন। অনুষ্ঠানে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজি শহীদুল হক বলেন, দেশজুড়ে চলা সহিংসতা নিয়ে আইজি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়ে আসছে। আগের তুলনায় যান চলাচল বেড়েছে। ঢাকার জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। বোমাবাজদের গ্রেপ্তারের জন্য যা কিছু করা দরকার, তা করা হবে। তিনি বলেন, বোমাবাজির অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তারা ছাত্রদল, যুবদল, শিবির অথবা তাদের ভাড়া করা লোক। এরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।