গুলশানে স্টেশনারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৩৭,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর গুলশানে সাবের হোসেন (৫০) নামের এক স্টেশনারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানিয়েছে গুলশান থানা পুলিশ।
সাবেরের বাবার নাম ওসমান (মৃত)। বাসা মিরপুর ১২ নং সেকশন, ব্লক-ডি, লাইন-১০।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় গুলশান-২ নম্বরের তাহের টাওয়ারের পাশে স্থানীয় দোকানদার তাকে লাথি, ঘুষি ও লাঠিপেটা করে। আহতাবস্থায় সাবেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি আরো জানান, গুলশান-২ নম্বরে এক ব্যক্তিকে লাঠিপেটা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। ঘটনার অনুসন্ধানে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৃত সাবেরের স্ত্রী সুমি জানান, চকবাজার থেকে স্টেশনারি সামগ্রী কিনে তা বিভিন্ন দোকানে সাপ্লাই দেন সাবের। পুলিশের কাছ থেকে ফোন পেয়ে ঢামেক এসেছেন।