গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
প্রকাশিত হয়েছে : ৫:১৯:৩৩,অপরাহ্ন ২৩ মার্চ ২০২৪
মো.আবদুল্লা আল আমীন:: রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৩ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে ডব্লিউ আর টাওয়ার নামক ওই ভবনের দশম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের খবর পায়। এর ১৫ মিনিট পর তাদের তিনটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার কারণ জানা যায়নি এখনও।
এদিকে, বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর নেই। এছাড়া আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।