গুম খুন করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না : দুলু
প্রকাশিত হয়েছে : ৭:১২:৪৯,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গুম, খুন ও গুপ্তহত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। অবিলম্বে বিরোধী দল দমনে মামলা-হামলা বন্ধ করা না হলে সরকারকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের মিশন মোড় চত্বরে জেলা বিএনপির আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আগামীতে যে কঠোর কর্মসূচি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষণা করবেন তা জীবন বাজি রেখে হলেও সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বানও জানান।
এর আগে জেলা বিএনপির কার্যালয থেকে একটি বিজয় শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
বিজয় দিবসের আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক সরকার, যুবদল সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক এম হালিম , ছাত্রদল নেতা আনিছুর রহমান আনিছ প্রমুখ।