গুম, খুন, অপহরণের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি
প্রকাশিত হয়েছে : ৩:২৫:২৬,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও অপহরণের মতো সকল ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে ক্ষমতাসীনরা বিএনপির আন্দোলনকে ‘জ্বালাও-পোড়াও’আখ্যা দিয়ে উদ্দ্যেশ্য প্রণোদিতমূলক যে আভিযোগ আনছে তারও সুনির্দিষ্ট তদন্তের দাবি জানিয়েছে দলটি।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি এসব দাবি জানায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে গুম, খুন, লুটপাটের সংস্কৃতি মোটেই মানাসহ নয় উল্লেখ করে বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এরশাদ, ইনু, মেনন সহযোগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের আমলে সকল খুন, গুম, অপহরণসহ সকল ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক তদন্ত দাবি করে বিএনপি।
তিনি দাবি করে বলেন, জ্বালাও পোড়াও‘র ঘটনার উদ্দেশ্য প্রণোদিত যে অভিযোগ বিএনপি’র বিরুদ্ধে করা হয় একইভাবে তারও তদন্তের দাবি করছে বিএনপি। বিবৃতিতে আসন্ন সিটি নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের পক্ষে থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ক্ষতাসীন নেতাদের রুচি বিবর্জিত ও বিষেদাগার বক্তব্যের সমালোচনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন আইন-আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। তাঁর আদালতে গমনাগমনের পথে শাসকদলীয় সন্ত্রাসের মুখে নিরাপত্তাজনিত কারণেই তিনি কয়েক দফা আদালতে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরই তিনি আইন-আদালতে প্রতি শ্রদ্ধা রেখে আদালতে উপস্থিত হয়েছেন।
বিএনপির পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়,আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সভানেত্রী বিরোধীদলে থাকাকালে তার বিরুদ্ধে রুজু মামলায় তিনি কতবার আইন-আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন?
বিবৃতিতে বিএনপি বলে, বেগম খালেদা জিয়াকে গত ৫ জানুয়ারী থেকে কার্যতঃ অন্তরীণ রেখে তার বের হওয়ার পথে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে সরকার প্রমাণ করেছে তারা নিজেরাই জনগণের সামনে দাঁড়াবার সাহস হারিয়ে ফেলেছেন। বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চোরাগলির পথ বেয়ে বিএনপি ক্ষমতারোহনের স্বপ্ন দেখেনা। জনগণের ভোটের প্রতি বিএনপির আস্থা বরাবরের মতই আছে। শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি বলে, আমরা আশা করব, সরকার ও শাসকদলের কোন পর্যায় থেকে রুচি বিবর্জিত, উত্তেজক বক্তব্য প্রদান করা হবে না, কেননা তা রাজনীতির পরিবেশকে আরো দুষিত করে তোলে।