গুগল ডুডলে বাংলা নববর্ষ
প্রকাশিত হয়েছে : ৬:১১:৩১,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী এদিনটি ঘিরে আয়োজনের কোনও কমতি নেই। আর এবার এ উৎসবে যোগ দিয়েছে সার্চ ইঞ্জিন গুগলও। নববর্ষের দিনটিতে গুগলের হোম পেজে শুভেচ্ছা জানিয়েছে ডুডল।
গুগলের লোগোর মাঝে বাঙলার ঐতিহ্য কারুখচিত দু’টি হাতপাখার একটিতে ‘শুভ নববর্ষ ১৪২২’ লিখে শুভেচ্ছা জানিয়েছে এই সার্চ ইঞ্জিন।
বিশেষ বিশেষ দিনে গুগলের হোম পেজে ওই দিনের বিশেষত্ব নিয়ে লোগোটি সাজানো হয়। একেই বলা হয় গুগল ডুডল। আন্তর্জাতিক ও জাতীয় দিবস বা ব্যক্তি বিশেষের জন্মদিনে গুগলের হোম পেজ আলাদা বিশেষত্ব নিয়ে হাজির হয়।
১৯৯৮ সাল থেকে গুগল ডুডল চালু হয়েছে। বাংলাদেশের এ বছরের স্বাধীনতা দিবসেও লোগোতে লাল-সবুজের জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে উদযাপন করেছিল গুগল।