গাড়িতে ককটেল নিক্ষেপ, শিবির কর্মীকে গণধোলাই
প্রকাশিত হয়েছে : ৮:৫১:৫০,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গাড়িতে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় সাব্বির হোসেন নকিব(২০) নামে এক শিবির কর্মীকে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রোববার দুপুর সাড়ে বারটার দিকে নগরীর কোতোয়ালী থানার তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নকিব কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলী গ্রামের বেলাল হোসেন মাস্টারের ছেলে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন,‘হরতাল চলাকালে তিনপুলের মাথা এলাকায় হোটেল টাওয়ার ইনের সামনে গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এক শিবির কর্মী। ককটেল বিস্ফোরণের পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ওই শিবির কর্মীকে ধরে গণধোলাই দিয়েছে। পুলিশ গিয়ে তাকে আটক করে চমেক হাসপাতালে ভর্তি করেছে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,‘গণধোলাইয়ে আহত শিবির কর্মী সাব্বির হোসেন নকিবকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে মহসিন কলেজের নাছিরের কাছ থেকে ককটেল সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’