গাজীপুরে মামলা : সিটি মেয়রসহ আসামি ৪শ’
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:০৩,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: গাজীপুরে বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
রবিবার রাতে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করে। এতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরা হলেন ছাত্রদল নেতা সোহেল রানা (৩০), আবু সালেহ (২৮), আজিজুল ইসলাম (২৭), নান্টু (২৯), আনোয়ার হোসেন (৩০)।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই রুহুল আমীন জানান, পুলিশের কাজে বাধা এবং হাঙ্গামা সৃষ্টি ও মারধর করে পুলিশকে আহত করার অভিযোগে জয়দেবপুর থানার এসআই মাহমুদ হাসান বাদী মামলাটি দায়ের করেন। মামলায় সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ ৪০ জন চিহ্নিত এবং অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অধ্যাপক মান্নান ছাড়াও জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট শহীদুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী রুশদী, সিটি করপোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, শিরিন চাকলাদার, তানভীর আহম্মেদ, খাইরুল আলম, ফয়সাল আহমেদ সরকার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদ, সদর থানা যুবদলের আহ্বায়ক বশির আহম্মেদ বাচ্চুকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার দুপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশ-বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।