গাজীপুরে প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:০৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সোমবার বেলা পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পারিচালক ডিএডি আক্তারুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে টঙ্গী এবং গাজীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্যেশে রওনা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।