গাজীপুরে ডিগনিটি টেক্সটাইল মিলসে আগুন
প্রকাশিত হয়েছে : ১২:০১:০৯,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
গাজীপুরের শ্রীপুরে ডিগনিটি টেক্সটাইল মিলস লি: এর ৭তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের মাত্রা এখন পর্যন্ত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
আজ রোববার বেলা পৌনে ২টার দিকে ডিগনিটি টেক্সটাইল মিলের ৭ তলা বিশিষ্ট ভবনের তিন তলা থেকে আগুণের সূত্রপাত ঘটে। পোশাক কারখানার কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রতিনিধি জানায়, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবনটি স্টিলের দ্বারা নির্মিত হওয়ায় বেশি মাত্রায় আগুনের শিখা ছড়িয়ে পড়েছে কারখানার গোটা ভবন জুড়েই। এতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের মহাপরিচালক।