গাজা সীমান্তে সেনা সংখ্যা কমিয়ে আনায় উদ্বিগ্ন ইহুদিবাদীরা
প্রকাশিত হয়েছে : ১১:২৭:১২,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
গাজা সীমান্তে মিশরের সেনা সংখ্যা কমে যাওয়ায় দখলদার কট্টরপন্থী ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসরাইলের ওয়ালা ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি গাজা সীমান্ত থেকে সেনা সংখ্যা কমিয়ে আনায় এটাকে ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি বলে তেলআবিবের কর্মকর্তারা মনে করছেন।
ইসরাইলি ওয়েব সাইটের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিশরের প্রেসিডেন্ট আল সিসি গাজা সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে এনে লিবিয়া সীমান্তে মোতায়েন করেছে। মিশরের মাটিতে আইএসআইএল’র সম্ভাব্য হামলা প্রতিহত করাই এ পদক্ষেপের প্রধান উদ্দেশ্য বলে জানানো হয়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে মিশরের সামরিক চুক্তিও ইসরাইলকে চিন্তিত করে তুলেছে। কারণ মিশর সরকার যতটা বেশি আমেরিকার সঙ্গে সামরিকসহ অন্যান্য সম্পর্ক বজায় রাখবে ততই ইসরাইলের নিরাপত্তার জন্য তা কল্যাণকর বলে ইসরাইল মনে করে। সূত্র: রেডিও তেহরান