গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:৩১,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা ব্রিজ এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে পারভেজ (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আরও একজন দগ্ধ ও দু’জন আহত হয়েছে।
রবিবার রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের এ ঘটনা ঘটে। এছাড়া রংপুরের পীরগঞ্জের দগ্ধ আসাদুলকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত পারভেজ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি রংপুরে ওয়ার্কসপে গ্রিল তৈরির কাজ করতেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, রাতে এনা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ওই এলাকায় চলন্ত গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে বাসের এক যাত্রীর শরীরে আগুন ধরে যায়। আতঙ্কে পারভেজসহ তিন যাত্রী বাসের জানালা দিয়ে মহাসড়কে লাফ দেন। এসময় বিপরীতমুখী রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।