গাইবান্ধায় ব্যবসায়ীদের ধাওয়ায় পালালো পিকেটাররা
প্রকাশিত হয়েছে : ১:০৫:১৪,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের টানা অবরোধ ও ছাত্রশিবিরের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পিকেটিং করতে গিয়ে ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে পিকেটাররা। আজ শনিবার দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শোভাগঞ্জ বাজারে কিছু অবরোধকারী সকালে মিছিল বের করে পিকেটিং করতে থাকে। পরে তারা সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি অটোবাইক ও শ্যালোইঞ্জিনচালিত ভটভটি ভাঙচুর করে। এ সময় অবরোধকারীদের হামলায় শহিদুল ইসলাম নামে এক অটোবাইকচালক আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অবরোধকারীদের ধাওয়া করে। এ সময় তাদের ধাওয়া খেয়ে অবরোধকারীরা পালিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সড়কে টহলরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু কাউকে আটক করা সম্ভাব হয়নি। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ টহল আরও জোরদার করা হয়েছে।