গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৫৮,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিলের ৮৮ শতাংশ জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শহিদ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের নান্দিশহর বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শহিদ মিয়া নান্দিশহর গ্রামের ছাদেক আলীর পুত্র।
আহতদের মধ্যে বাচ্চু মিয়া, চাঁন মিয়া, লাল মিয়া, হারুন মিয়া, মোকলেছুর রহমান, আব্দুল গফুর ও আব্দুল খালেক মিয়ার নাম জানা গেছে।
তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোকলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নান্দিশহর বিলের ৮৮ শতাংশ জমির দখল নিয়ে আট ঘর ও ৪০ ঘর নামে দু’টি গ্রুপের মধ্যে দীর্ঘ ৪০ বছর ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতি বছর রক্তক্ষয়ী সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে জমির দখল নিয়ে দু’পক্ষের লোকজন বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই শহিদ নামে ওই যুবক মারা যান। এসময় আহত হন কমপক্ষে ১০ জন।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।