গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোয়াজ্জিন ফারুক
প্রকাশিত হয়েছে : ৩:৫০:৩৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রাম থেকে ওমর ফারুক (১৮) নামের মসজিদের এক মোয়াজ্জিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বায়তুল নূর জামে মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. ওমর ফারুক জামালপুর জেলার সরিষাবাড়ীর ফজলুল হকের ছেলে। সে বেগমগঞ্জ উপজেলার তালুয়াচাঁদপুর গ্রামের বায়তুল নূর জামে মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানায়, জামালপুর জেলা থেকে এসে তার দুই ভাইয়ের সাথে গত কয়েক বছর ধরে স্থানীয় বায়তুল নূর জামে মসজিদে মোয়াজ্জিনের কাজ করে আসছে ওমর ফারুক। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে তার ভাই ও মসজিদের অন্য লোকদের সাথে খাওয়ার পর মসজিদের বারান্দায় ঘুমিয়ে পড়ে ফারুক। ভোরে ফজরের নামাজের আযান শুনতে না পেয়ে স্থানীয় লোকজন মসজিদে বারান্দার সামনে গিয়ে ভিতরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় ওমর ফারুকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশকে ঘটনাস্থলে এসে নিহতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, রাতে কোন একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারুক।