গয়েশ্বরের অনুষ্ঠান বর্জন সাংবাদিকদের
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৮,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সাংবাদিকদের সঙ্গে অশালীন ও অরুচীকর মন্তব্য করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত আলোচনা সভার শুরুতে সাংবাদিকদের অশালীন ও অরুচীকর মন্তব্য করে।
জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গয়েশ্বর চন্দ্র রায়ের অনুষ্ঠান একই সময়ে হওয়ায় সাংবাদিকরা প্রধান অতিথির বক্তব্য আগে পরে দেওয়ার অনুরোধ করেন।
জবাবে গয়েশ্বর চন্দ্র রায় অশালীন ও অরুচীকর মন্তব্য করে সাংবাদিকদের বলেন, আমার অনুষ্ঠানে সাংবাদিকের প্রয়োজন নেই। যান আপনারা মহাসচিবের পিছনে গিয়ে লেগে থাকেন। এসময় তিনি অশালিন ভাষা ব্যবহার করেন।
সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।