গনতন্ত্র পুর্নরুদ্বারে বর্হিবিশ্বের গনতান্তিক দেশ গুলোর প্রতি বেলজিয়াম বিএনপি’র আহবান
প্রকাশিত হয়েছে : ৯:১৫:২৯,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
আলম হোসেন ব্রাসেলস: ইউরোপিয়ান কমিশনের সামনে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন উপলক্ষে বেলজিয়াম বিএনপি’র কালো দিবস বিক্ষোভ সমাবেশে বক্তরা নব্য সৈরাচার অবৈধ শেখ হাসিনার হাত থেকে দেশ ও গনতন্ত্র উদ্বার করতে বহির্বিশ্বের গনতান্তিক দেশ গুলোকে সহযোগিতা করার আহবান জানালেন বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলজিয়াম শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলজিয়াম বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক সাজা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাংগটনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় সভা অনুষ্টিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক সাজা সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন মুন্না সহ-সভাপতি আলী জাহাজ্ঞীর,সৈয়দ মাহমুদ আক্কছ,ভিপি মোয়াজ্জেম হোসেন,জসিম মোল্লা,প্রদান রকিব হাসান গোলাম নবি শ্যামল,শামছুল ইসলাম,ইমরান,সাইদ,আকাশ ফারুক মিজান আওয়াল আনোয়ার বিপ্লব রাজ ,হারুন মিয়া,সামির মিয়া,মহসিন মিয়া,নকিব,রেজাবুল,সভায় বক্তারা বলেন,৫ জানুয়ারি ‘গনতন্ত্র হত্যা’ দিবসে এই স্বৈরাচার সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দলনের ডাক দিয়েছেন বেগম খালেদা জিয়া, সেই আন্দোলেনে বাংলার মানুষকে শরিক হওয়ার আহবান জানান।
সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ ব্যারিকেড ও নয়াপল্টনস্থ কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অবিলম্বে মুক্তি দাবি করেন।