গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগের লিখিত পরীক্ষা ৬ মার্চ
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:৪৬,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। সোমবার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান। তিনি বলেন, এ মন্ত্রণালয়াধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় মোট ১৫টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ৬ মার্চ শুক্রবার সকাল ১০টায় ঢাকার মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
নিয়োগ পরীক্ষার পদগুলো হলো- সিস্টেম এনালিস্ট এর ১টি, পরিসংখ্যানবিদ এর ২টি, মেইনটেন্যান্স প্রকৌশলী এর ১টি, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) এর ৬টি, ইন্সট্রাক্টর (ইউআরসি) এর ১টি, সহকারি ইন্সট্রাক্টর (ইউআরসি) এর ৩টি ও সহকারি হিসাবরক্ষণ কর্মকর্তার ১টি পদ ।
এ নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী বৈধ প্রার্থীদের নতুন করে আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।