গণবিচ্ছিন্ন সরকার নিজেদের অপকর্ম ডাকতেই ইসলামী নেতৃবৃন্দকে নি:শ্বেষ’র পায়তারা করছে —শাবি শিবির সভাপতি
প্রকাশিত হয়েছে : ৮:১৮:৪৮,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল ইসলাম সুজন বলেছেন গণবিচ্ছিন্ন সরকার নিজেদের অপকর্ম ডাকতেই ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েসী রায় প্রদানের মাধ্যমে জুডিশিয়াল কিলিং চালাচ্ছে । অবিলম্বে এসব বন্ধ না করলে সরকারকে তার জন্য চরম মূল্য দিতে হবে।
তিনি রবিবার বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ টুকের বাজার এলাকায় আমীরে জামায়াতের বিরুদ্ধে দেয়া দন্ডাদেশের প্রতিবাদে আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের এসব কথা বলেন। শাখা সেক্রেটারী আহমদ মনসুরের পরিচালনায় সমাবেশে শিবির সভাপতি আরো বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের পুরোধা সাবেক সফল শিল্পমন্ত্রী আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে কোন ধরণের সুনিদির্ষ্ট তথ্য প্রমাণ ছাড়াই ফাসির আদেশে গোটা ইসলামপ্রিয় জনতা বিষ্ময়ে হতবাক। সরকার বিচার বিভাগে নির্লজ্জ হস্তক্ষেপে আর্ন্তজাতিক নামধারী তথাকথিত এ ট্রাইবুনালের মাধ্যমে দেশকে ইসলামী নেতৃত্বশূণ্য করার যে দিবা সপ্ন দেখছে ছাত্রসমাজ তা কঠোর হস্তে দমন করতে বদ্ধ পরিকর।
এ সময় শাখার সাংগঠনিক সম্পাদক হাসান আকন্দ , জামায়াত নেতা মোজাম্মেল ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি