‘গণতন্ত্র হত্যা’ দিবস: বেলজিয়াম বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:০৪:০৪,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
আলম হোসেন, ব্রাসেলস:: ইউরোপিয়ান কমিশনের সামনে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন উপলক্ষে বেলজিয়াম বিএনপি’র কালো দিবস বিক্ষোভ সমাবেশ সাফল্য মন্ডিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশ জাতীয়তাবাদী বেলজিয়াম শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলজিয়াম বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক সাজা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাংগটনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন মুন্না সহ-সভাপতি আলী জাহাজ্ঞীর,সৈয়দ মাহমুদ আক্কছ,ভিপি মোয়াজ্জেম হোসেন,জসিম মোল্লা,প্রদান রকিব হাসান গোলাম নবি শ্যামল,শামছুল ইসলাম,হারুন মিয়া,সামির মিয়া,মহসিন মিয়া,নকিব,রেজাবুল,সভায় বক্তারা বলেন, আগামী ৫ জানুয়ারি ‘গনতন্ত্র হত্যা’ দিবসে এই স্বৈরাচার সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দলনের ডাক দিবেন বেগম খালেদা জিয়া, সেই অপেক্ষায় আজ অতি আগ্রহে প্রহর গুণছেন বাংলার মানুষ।
সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ ব্যারিকেড ও নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে পুলিশের তালা লাগানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।