গণতন্ত্র হত্যার প্রতিবাদে ভাষণ দেবেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:০২,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপলক্ষে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে ভাষণ দেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ ভাষণ দেবেন।
৪ জানুয়ারি রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা, যুক্তরাষ্ট্র সময় দুপুর সাড়ে ১২টা এবং মধ্যপ্রাচ্য সময় রাত সাড়ে ৯টায় প্রতিবাদ সমাবেশ শুরু হবে।
উল্লেখ্য, ৫ জানুয়ারির আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের একতরফা নির্বাচন প্রত্যাখান করে এ দিনকে গণতন্ত্র হত্যা ও কালো দিবস হিসেবে ঘোষণা করেছে বিএনপি জোট।