গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাহবুব
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:১৩,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন‘ গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের একটি প্রতিনিধি দল নিয়ে দেখা করার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মাহবুব বলেন, বিএনপি চেয়ারপারসন বর্তমান চলমান রাজনৈতিক অবস্থায় দেশের গণতন্ত্রকামী সব শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, আজকে যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাদের সবাইকে খালেদা জিয়া ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যরিষ্টার শাহজাহান ওমর, ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট নিতাই রায় সহ ১৩ সদদ্যের একটি প্রতিনিধি দল।
এর আগে দুপুর আড়াইটায় প্রায় ৫০ জনের একটি প্রতিনিধি দল নিয়ে আইনজীবীরা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করতে আসেন। এসময় পুলিশ কার্যালয়ের দক্ষিণ পাশে তাদের আটকে দেয়। এরপর ১৩ সদদ্যের একটি প্রতিনিধি দলকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি দেয়।