‘খোলা বাজারের ইফতার স্বাস্থ্যসম্মত হতে হবে’
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৫৮,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রমজানে খোলা বাজারের ইফতার হতে হবে স্বাস্থ্যসম্মত। অস্বাস্থ্যকর খাবার ও পরিবেশ কোন ক্রমেই গ্রহনযোগ্য হবে না।
বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ৪ দিন ব্যাপী রাজধানীতে ইফতার প্রস্তুত কারকদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচির ৩য় দিনে মন্ত্রী পরিদর্শনে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, খাবারে ভেজাল তো কোন ভাবেই গ্রহন যোগ্য নয়। আর ইফতারে ভেজাল ও অস্বাস্থ্য কর পরিবেশে তৈরি করলে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। নগরবাসী অস্বাস্থ্যকর ইফতার বর্জনের জন্যও আহবান জানান মেনন।
৩য় দিনের মত এই অভিযান’টি আজিজ সুপার মার্কেট এলাকায় চালানো হয়। এসময় মন্ত্রী ইফতার প্রস্তুত কারকদের মধ্যে নিরাপদ এপ্রোন ও গ্লাভস বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোর্শেদ আলম চৌধুরীসহ অভিযান পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।