খোঁজ মেলেনি গুম হওয়া ট্রাভেলস ব্যবসায়ীর : সংবাদ সম্মেলনে স্বামীকে ফিরে পাবার আকুতি জানালেন স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:২৮,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
মৌলভীবাজার সংবাদদাতা: নিখোঁজের ৪৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি গুম হয়ে যাওয়া ট্রাভেলস ব্যবসায়ী মাহবুব এফ আনোয়ারের। উদ্বেগ উৎকন্ঠায় সময় পার করছেন স্ত্রী সন্তান আর পরিবারের লোকজন। কাটিয়েছেন নির্ঘুম রাত।
শুক্রবার রাত সাড়ে ৯ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানান গুম হওয়া আনোয়ারের স্ত্রী সৈয়দা মুর্শেদা মাহবুব চৌধুরী লিপি।
তিনি জানান, তাঁর স্বামী শহরের স্বনামধন্য ট্রাভেলস ব্যবসায়ী অ্যারো-ওয়ার্ল্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মাহবুব এফ আনোয়ার ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে নিখোঁজ রয়েছেন। এর পর থেকে তাঁর মোবাইল (০১৭১৫৯৪৪৭৮৯) বন্ধ পাওয়া যায়। তাদের ধারণা তাঁকে গুম করা হয়েছে। এ ঘটনার পর রাতে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রী ও শুক্রবার সকালে ব্যাবের কাছে উদ্ধার চেয়ে গুম হওয়া ব্যবসায়ীর ছোট ভাই এনামুল মাহবুব ফয়ছল একটি আবেদন করেন। স্ত্রী লিপি সংবাদ সম্মেলনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে তার স্বামীকে উদ্ধারের জোর দাবী জানান।