খোঁজ মিলল ‘xxx’ অভিনেতা-অভিনেত্রীর !
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৫৩,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক : একতা কাপুরের আপকামিং সিনেমা ‘xxx’ ইতিমধ্যে শুধু নামের কারণেই বলিউডে বেশ আলোচনায় সৃষ্টি করেছে। এবার আরও চমক জাগিয়ে সিনেমার কাস্টিংয়ের খোঁজ শুরু করা হয়েছে টুইটারে।
একতা কাপুরের বালাজি প্রোডাকশনের ব্যানারে তৈরি হতে চলেছে ইয়ুথ সেক্সের গল্প নির্ভর একটি সিনেমা। আর সিনেমাটির নাম সরাসরিই রাখা হয়েছে ‘xxx’। মোট পাঁচটি গল্প থাকবে সিনেমাটিতে। জীবনের নানা অনুভূতি নিয়ে নাড়াচাড়া করলেও সবকটি গল্পই বাঁধা থাকবে সেক্স থিমে।
আর এর কাস্টিংয়ের জন্যও অভিনব পন্থা নিয়েছে টিম ‘xxx’। টুইটারের মতো মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে অভিনেতা-অভিনেত্রী পছন্দের জন্য। সাধারণত প্রায় সব সিনেমার ক্ষেত্রেই পরিচালক প্রযোজকই ঠিক করেন কারা হবেন সিনেমার অভিনয় শিল্পী। তবে নামের মতো এ সিনেমার চমক অভিনয় শিল্পী কাস্টিংয়ের পদ্ধতিতেও।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সিনেমাটির নামে নতুন একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে সিনেমাটির জন্য নতুন মুখের অভিনেতা-অভিনেত্রী খোঁজার জন্য। আর সেখানে দুইটি ছবি আপলোড করে জানানো হয়েছে ‘কাস্টিং ওপেন’।
এই অডিশনের নাম দেওয়া হয়েছে ‘চকলেট টুইটার অডিশন’। যারা এ সিনেমায় কাজ করতে চান তারা এই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি যোগাযোগ করতে পারবেন বালাজি প্রোডাকশনের সঙ্গে।
শোনা যাচ্ছে, এটি বলিউডের সবচেয়ে বেশি বোল্ড দৃশ্যের সিনেমা হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। পরিচালনার দায়িত্ব পেয়েছেন কেন ঘোষ। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তুমুল আলোচনা চলছে সিনেমাটি নিয়ে।