খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচন বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৩৩,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: খুলনা শিশু ফাউন্ডেশন নির্বাহী কাউন্সিলের সদস্য নির্বাচন আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২০টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী উন্নয়ন ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পরিষদ এবং শিশু স্বাস্থ্য সেবা পরিষদের নামে পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৭শ’ ৮৫ জন ভোটার রয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়া উভয় প্যানেলের নেতারা শিশুদের আধুনিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া সাক্ষাত করে ভোটারদের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন তারা।