খুলনায় যুবলীগ কর্মী খুন
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:১৪,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
খুলনায় দুবৃত্তদের হামলায় এক যুবলীগ কর্মী খুন হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে গল্লামারীর মুহাম্মদনগরের নজরুল ইসলামের ছেলে সজীব আকন্দ (৩০)
কে লবনচরা থানার মান্দ্রা খালের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সজীবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সজীব জলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের কর্মী। স্থানীয়রা জানিয়েছেন দুপুরের দিকে
১০/১৫ জন লোক ধারালো আস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়, পরে তার মৃত্যু হয়।