খুলনায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৫৪,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: খুলনায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে উপ পরিদর্শকসহ (এসআই) ২ পুলিশ গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনিমহল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিঘলিয়া থানার এসআই আসাদুজ্জামান ও কনস্টেবল বিপেন চাঁদ মাদক ব্যবসায়ীদের ধরতে চন্দনীমহল এলাকায় অভিযানে যায়। তারা সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে স্থানীয় এ্যাজাক্স বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে গাঁজাসহ বদির খাঁ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরে। এ সময় তার ছুরিকাঘাতে এসআই আসাদুজ্জামান ও কনস্টেবল বিপেন চাঁদ আহত হন।
এর মধ্যে এসআই আসাদুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কনস্টেবল বিপেন চাঁদকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বাংলানিউজকে জানান, এসআই আসাদুজ্জামানের অবস্থা গুরুতর। তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তবে হামলাকারী মাদক ব্যবসাযী বদিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি চন্দনীমহল গাজীপাড়ার আলতাফ খাঁ’র ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।