খুলনায় ঢিলেঢালা হরতাল, আটক ৬৪
প্রকাশিত হয়েছে : ৭:০৫:৩৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: খুলনায় ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন ঢিলেঢালা ভাবে শুরু হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কোথাও কোন পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে শনিবার রাত থেকে রবিবার সকাল পযর্ন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাজমুল হুদা সাগরসহ ৬৪ জনকে আটক করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া খুলনা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। অফিস আদালতে উপস্থিতি কম।