খুলনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ২:৫৩:২১,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে গোপালখালী খেয়াঘাট এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, পলাশ (৩৭), প্রতাপ (২২), আরেফিন (৫০), সুমন (২১) ও ফয়সাল (২০)। র্যাব-৬ এর এসপি শাকিল বলেন, রাতে গোপালখালী খেয়াঘাটে ৫ জন আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে র্যাব সেখানে অভিযান চালায় এবং ৫ জনকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে ৩টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।