খুলনায় অশ্লীল সিডি রাখায় ৪ জনের জেল-জরিমানা
প্রকাশিত হয়েছে : ২:৪৫:১০,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
খুলনায় অশ্লীল সিডি রাখার দায়ে ৪ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার ফুলবাড়িগেট বঙ্গপ্রদীপ মার্কেটের ৪টি মাল্টিমিডিয়া দোকানে তল্লাশি চালিয়ে অশ্লীল সিডি পাওয়ায় ৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। অন্য একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বঙ্গপ্রদীপ মার্কেটের এস কে মাল্টিমিডিয়ার মালিক মো. জাহিদ, বনলতা টেলিকমের মালিক মো. সোহাগ ও কিন্তুকি ডিজিটাল ওয়ার্ল্ডের মালিক রাহাকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে তাদের।
অন্যদিকে জলপরী টেলিকমের কর্মচারী মো. মিলনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, দণ্ডবিধির ২৯২ ধারা অনুযায়ী তাদেরকে এ জরিমানা ও দণ্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান অশ্লীল সিডি থেকে মোবাইলে লোড ও পেনড্রাইভে প্রদানের মাধ্যমে অশ্লীল ভিডিওর ব্যবসা করে আসছিল।