খুরুশকুলে ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:১৯,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরের দিকে খুরুশকুল ইউনিয়নের পেঁচারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- খুরুশকুল পেঁচার ঘোনা এলাকার আমিনুল ইসলামের ছেলে কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন (২৩) ও একই এলাকার আবদুস শুক্কুর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক খোরশেদ আলম (২০)। আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতের পরিবার দাবি, আহতরা বাড়ির কাছে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ১৫-২০ জনের একটি দুর্বৃত্ত দল এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি কাজি মতিউল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে।