খুনীদের বহনকারী অটোরিকশা উদ্ধার: র্যাব
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৪১,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যার সময় খুনীদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশা (রাসিক-খ-৫৩৫৮) উদ্ধার করেছে র্যাব-৫ এর একটি টিম।
বুধবার সকাল ১১টায় র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর সিনিয়র এএসপি মীর্জা গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শিক্ষক হত্যার ঘটনায় আটক ইব্রাহিম খলিল ওরফে টোকাই বাবু একজন অটোরিকশাচালক। জিজ্ঞাসাবাদে টোকাই বাবু র্যাবকে জানান, শিক্ষক শফিউল ইসলাম হত্যার আগে কয়েকজন কিলারকে তিনি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অটোরিকশায় করে চৌদ্দপায় এলাকায় নিয়ে যান।
মীর্জা গোলাম সারোয়ার জানান, এর পর থেকে র্যাব সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশাটির সন্ধানে অভিযান শুরু করেন। বুধবার ভোরে র্যাবের একটি টহল দল রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে।