খালেদা জিয়া সন্ত্রাসীদের নেত্রী, তার শাস্তি হওয়া উচিত
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:১৫,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাসীদের নেত্রী আখ্যায়িত করে তার শাস্তি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার গভীর রাতে জয় তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস যেভাবে তাদের বন্দি জর্ডানি বৈমানিককে হত্যা করেছিলো, বিএনপি-জামায়াত সেই একই পৈশাচিক পদ্ধতিতে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, পেট্রোল বোমার হামলা চালিয়ে গত এক মাসে বিএনপি-জামায়াত ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে আহত করেছে।
বোমা হামলার সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জড়িত উল্লেখ করে জয় বলেন, এখন পর্যন্ত অাটক হওয়া প্রতিটি সন্ত্রাসী-বোমারু ছিলো হয় বিএনপির, নয়তো জামায়াতের সদস্য। তাদের বেশিরভাগই বিস্ফোরক নিয়ে ধরা পড়েছে। কেউ কেউ ধরা পড়েছে হামলা চালানোর সময়। এমনকি মাত্র কয়েক দিন আগে বিএনপির এক কর্মী বোমা বানাতে গিয়ে দুর্ঘটনাবশত নিজেই তার শিকার হয়েছে।
খালেদা জিয়ার রাজনৈতিক নেত্রী পরিচয়ের অবসান ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, তিনি (খালেদা জিয়া) এখনএকজন সন্ত্রাসীদের নেত্রী। তার শাস্তিও তদনুযায়ী হওয়া উচিত। যুক্তরাষ্ট্র প্রবাসী জয় গত বুধবার বিকালে দেশে অাসেন এবং এরইমধ্যে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।