খালেদা জিয়া ‘ভালো অভিনেত্রী’
প্রকাশিত হয়েছে : ৩:১৮:১৫,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ভালো অভিনেত্রী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলশান কার্যালয়ে বসে তিনি নাটক করছেন বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘তার মতো এতো ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন তাকে কেউ চান্স দিচ্ছে না। তিনি ভালো নাচতেও পারেন। স্কুলে নাচতেন।’
রোববার রাত সাড়ে ৭টায় গণভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঈদে মিলাদুন্নবীর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে এমন একটা দিনে তার কারণে মানুষ ধর্মকর্মও করতে পারছে না। জ্বালাও পোড়াও চলছে, সবাই আতঙ্কের মধ্যে আছে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ২০১৪ সালে নির্বাচনে না এসে মানুষ পুড়িয়ে মেরেছেন। আবারও আজকে ঠিক একই ঘটনা ঘটাচ্ছেন।
শেখ হাসিনা বলেন, ‘ওই সময় ট্রানজিট পিরিয়ড ছিল। ওই অবস্থায় উনি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এরপর উনি কী করে মনে করেন, কয়েকজন মানুষ হত্যা করে আজকে ক্ষমতায় আসবেন।’ তিনি বিএনপিকে ধ্বংসাত্মক পথ পরিহারের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম মানবতার ধর্ম। ধর্মপ্রাণ মুসলমানরা আজকে মহান ঈদে মিলাদুন্নবী (স.) পালন করছে। দুঃখজনক হলেও সত্য তাঁর প্রতি সম্মান প্রদর্শন না করে তারা নানা ধরনের নাশকতামূলক কাজ ও ধংসাত্মক কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, উনি (খালেদা জিয়া) ঘরে থাকার কারণে সবাইকে আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে। মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। উনি ২০১৪ সালে নির্বাচনে না এসে রাজনৈতিক ভুল করেছেন। উনি নির্বাচনে না এসে কী আশায় বুক বেঁধেছিলেন জানি না। নির্বাচনে না এসে কোন পথে নিয়ে যেতে চেয়েছিলেন?
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় শিক্ষাক্ষেত্রে নেওয়া নানা পদক্ষেপের বর্ণনা করেন। ডিজিটাল বাংলাদেশ গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে পরামর্শ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতের সময় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।