খালেদা জিয়া টানা অবরোধের ডাক দিলেন
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:০৭,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে টানা অবরোধের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আমি শুধু অবরুদ্ধ নই, গোটা দেশ আজ অবরুদ্ধ।
সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সমাবেশের উদ্দেশ্য রেব হলে আইন-শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে বের হতে না পেরে কার্যালয়ের মূল গেটে দাড়িয়ে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন । এর আগে ‘গণতন্ত্র হত্যা দিবসে’র কর্মসূচিতে অংশ নিতে বের হওয়ার চেষ্টা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এসময় তিনি বার বার পিপার স্প্রে ব্যাবহার করায় ক্ষোভ প্রকাশ করেন। পিপার স্প্রেও কারণে বক্তব্য দেয়ার সময় খালেদা জিয়াকেও কাঁশি দিতে দেখা যায়।
খালেদা জিয়া বলেন, নতুন একটি নির্বাচনের জন্য আলোচনা করা যেতে পারে।’ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচন করতে হবে। সবার অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। বর্তমানে যে সরকার আছে সেই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়।
নেতা-কর্মী ও সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আমাকে কী কারণে বন্দি রাখা হয়েছে? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাকে বন্দি রাখা হয়নি, তাহলে কেন বের হতে দেয়া হচ্ছে না? কেন পুলিশ দিয়ে আমার পথ অবরুদ্ধ করা হয়েছে?’
স্বৈরতন্ত্রেও বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু হয়েছে, উল্লেখ কওে তিনি যতক্ষণ গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। দেশে গণতন্ত্র নির্বাসিত। অবৈধ সরকারের কারণে দেশের গণতন্ত্র বিপন্ন। আমাকে কার্যালয় থেকে বের হতে দেয়া হচ্ছে না।
সোমবার বিকেল পৌনে ৪টায় তিনি তার গুলশান কার্যালয়ের প্রধান ফটকের ভিতরে গাড়িতে চড়ে বসেন। এরপর দীর্ঘ সময় তিনি গাড়িতে থাকলেও গাড়ি বের হতে দেয়নি পুলিশ। ফটকের বাইওে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান রয়েছে।
এ সময় তার গাড়ির সামনে মহিলা দলের বেশ কয়েকজন কর্মী কালো পতাকা হাতে মিছিল করেন। এক পর্যায়ে পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করলে আহত হন বিএনপির গুলশান কার্যালয়ের কর্মকর্তা জসিমউদ্দিন, চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার, শায়রুল কবির খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও নিলুফার চৌধুরী মনি।