‘খালেদা জিয়া ইবোলা রোগে আক্রান্ত’
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৫৫,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ, খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করে বলেছেন, খালেদা জিয়ার বক্তব্য বিএনপি ক্যাডারদের মত। তিনি ভূলে গেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে, কবি ও সাংবাদিক ত্রিদিব দস্তিদার এর ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত, “সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ও খালেদা-তারেক রহমানের ষড়যন্ত্র” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আলোচনা সভায় বিশিষ্ঠ নাট্য ব্যাক্তিত্ব এ টি এম সামসুজ্জামান তার বক্তব্যে মন্তব্য করেন, খালেদা জিয়া ইবোলা রোগে আক্রান্ত হয়েছে। এখন তার অবস্থা অনেকটা ইবোলা রোগীদের মতই। তিনি না পারছেন যুদ্ধাপরাধীদের পক্ষে থাকতে না পারছেন বিপক্ষে যেতে।
ড. হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া কুমিল্লায় সমাবেশে যে বক্তব্য দিয়েছে, তা দেখে মনে হয়নি তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তার বক্তব্য বিএনপি-ছাত্রদলের ক্যাডারদের মত মনে হয়েছে। খালেদা বলে দেশে নাকি প্রতি বছর ১৯% করে বেকার বাড়ছে। তার এই বক্তব্যে এখন বোঝতে পারছি তিনি কেন এসএসসি টা পাশ করতে পারেনি। গত পাঁচ বছরে দেশে ২ কোটিরও বেশি চাকরি হয়েছে। ৫০ লক্ষেরও অধিক বিদেশে কর্মসংস্থান হয়েছে। মাথা পিছু আয় বেড়েছে ৬০০ থেকে ১২০০ মার্কিন ডলার।
গত কালকে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক জগরুল এর মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। এভাবে মৃত্যু মেনে নেওয়া যায়না। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহব্বান জানান, যারা বেপরোয়া ভাবে গাড়ী চালায়, তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার অবস্থা এখন এমন হয়েছে, তিনি কয়দিন পরে বলবেন জামায়েতও মক্তিযুদ্ধ করেছে। কারন পাকিস্তান তাদের মুক্তিযোদ্ধা হিসেবে খেতাব দিয়েছে। খালেদা তো পাকিস্তানেরই দোসর।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মোবারক আলীর সিকদারে সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগরীরর নেতা বলারাম পোদ্দার, শাহ আলম মুরাদ, অভিনেতা এ টি এম শামসুজ্জামান সহ আরো অনেকে।