খালেদা জিয়া অসুস্থ
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:৪৭,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
৫২ দিন ধরে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা দিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তার চিকিৎসার জন্য গুলশান কার্যালয়ে গেছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। আজ সোমবার দুপুর ২টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
দিদার বলেন, ‘ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ছাড়াও কার্যালয়ে অবস্থানকারী নেতাকর্মীদের মধ্যেও অনেকে অসুস্থ। তাদের মেডিকেল চেক-আপের জন্য চিকিৎসকরা গুলশান কার্যালয়ে এসেছেন।
দিদার আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. এম এ তাহিরের নেতৃত্বে ৫ সদস্যের একটি চিকিৎসক দল দুপুর ২টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা খালেদা জিয়ার পাশাপাশি কার্যালয়ে অবস্থিত অসুস্থ অন্য নেতাদেরও চিকিৎসা করবেন। তবে অসুস্থতার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেননি শামসুদ্দিন দিদার।