খালেদা জিয়ার ৭ দফা অসাংবিধানিক : হানিফ
প্রকাশিত হয়েছে : ৮:৪২:১৪,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: খালেদা জিয়ার ৭ দফাকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তার (খালেদা জিয়া) এই ৭ দফা অসাংবিধানিক। এই ৭ দফা জনগণ, সরকার ও আওয়ামী লীগ প্রত্যাখান করেছে।
বৃহস্পতিবার রাজধানীর শাপলা চত্বরে এক হরতালবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় খালেদা জিয়া ও তারেক রহমান তাদের নিজের কর্মকান্ডের জন্য রাজনীতি থেকে অচিরেই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ায় বুধ ও বৃহস্পতিবার হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।