খালেদা জিয়ার বাসা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে
প্রকাশিত হয়েছে : ৫:২৭:০৪,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: শুক্রবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘বাসার’ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রাত ২টা ৩৭মিনিট থেকে বাসায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন দলটির প্রেস উইং শামসুদ্দিন দিদার।
শনিবার ভোরে বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ বিচ্ছিন্নকারী লাইন ম্যান জানান থানার নির্দেশে তা করা হয়েছে। ঐ এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি অবগত নন বলে মিডিয়াকে বলেন।
গুলশান দুইয়ের ৮৬ নম্বর সড়কের এই বাসায় ইচ্ছে করেই তারাই বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয়েছে তিনি অভিযোগ করেন।
বর্তমান সরকারের এক বছর পূর্তির দিনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হিসেবে নেওয়া বাসাটিতে থাকছেন খালেদা জিয়া।
সেখান থেকেই তিনি লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছেন।