খালেদা জিয়ার গেট থেকে ফিরে গেলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:৫৭:৩৬,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দলের পক্ষ থেকে বারণ করা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়েছিলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গেট বন্ধ থাকায় তিনি খালেদা জিয়ার অফিসে প্রবেশ করতে পারেন নি। গেটের বাইরে কয়েক মিনিট অপেক্ষা করে তিনি
ফিরে গেছেন। এর আগে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য আজ শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে
প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়াকে সমবেদনা জানাতে এ মুহুর্তে গুলশানে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারন
করা হয়েছে। তার কারণ হিসেবে বেগম জিয়ার বিশেষ সহকারী শাসসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, এ মুহুর্তে বেগম খালোদা
জিয়াকে ইনজেকশান দিয়ে ঘুম পারিয়ে রাখা হয়েছে। তাই এ মুহুর্তে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করানো সম্ভব নয়। পরে যে কোন সময় এ
সাক্ষাৎকার অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো মৃত্যু হয়েছে (ইন্নালিল্লা…
রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মা ও বড় ভাই ছাড়াও স্ত্রী ২ মেয়ে রেখে গেছেন। তার আগে শারীরিক পরিস্থিতির অবনতি
ঘটলে তাকে দ্রুত মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত
বলে ঘোষণা করেন।
অন্যদিকে ছেলে হারানোর শোকে বেগম জিয়া যখন মূহ্যমান সে মুহুর্তে প্রধানমন্ত্রী তাকে সমবেদনা জানাতে যাওয়ার খবরটি সাধারণ মানুষের মধ্যে
স্বস্তির নি:শ্বাস ফেলার সুযোগ এনে দিয়েছে। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপে খুশি হয়েছেন সব শ্রেণী-পেশার মানুষ। দুনেত্রীর একটি মুখোমুখি সাক্ষাতের
ঘটনা রাতারাতি রাজনীতিতে বড় কোনো পরিবর্তন হয়তো বয়ে আনবে না। তবুও দুসপ্তাহ ধরে দেশে যে দমবন্ধ অবস্থা বিরাজ করছে তাতে একটু
হলেও শান্তির প্রলেপ পড়বে- এমন আশায় বুক বেধে আছে এদেশের সাধারণ মানুষ।