খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা
প্রকাশিত হয়েছে : ৫:৩১:১০,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং রিকশা-ভ্যান শ্রমিক লীগের নেতা-কর্মীরা।
এর আগে কার্যালয় ঘেরাওয়ের লক্ষ্যে সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরে জড়ো হয় এসব নেতাকর্মীরা। সেখান থেকে কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েছেন তারা।
এছাড়াও সবধরনের নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া সতর্ক অবস্থায় অবস্থান করছেন।