খালেদা জিয়ার কার্যালয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন
প্রকাশিত হয়েছে : ১২:০১:০০,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গুলশানের কার্যালয়ে প্রবেশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন । বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি প্রবেশ করেন।
সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এরআগে বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন গেটে প্রশাসনের খাতায় নাম এন্ট্রি করে প্রবেশ করেন। প্রশাসনের খাতা খোলার পর এই প্রথম কোন বিএনপির নেতা প্রবেশ করেন। গত জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে এটিই কোনো বিদেশি কূটনীতিকের প্রথম সাক্ষাৎ। এর আগে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটেনের হাইকমিশনারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
খালেদা চিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর গুলশান কার্যালয়ে গিয়ে ২৫ জানুয়ারি শোক বইতে স্বাক্ষর করতে এলেও ওই সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি রবার্ট গিবসনের।