খালেদা জিয়ার কার্যালয়ের সামনে দিনমজুর শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৫৬,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চলমান হরতার-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে ৮৬ নম্বর রোডের প্রবেশমুখে বিক্ষোভ করেছে তৃণমূল দিন মজুর সমিতি।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা এ বিক্ষোভ করে।এ সময় ৪০ থেকে ৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।
তৃণমূল দিনমজুর সমিতির সভাপতি ও গোলখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক মিন্টু বলেন, শ্রমিকেরা কাজ করে জীবন চালায়। হরতাল অবরোধের কারণে তারা করতে পারে না। তাই হরতাল- অবরোধ প্রত্যাহারের দাবিতে এখানে এসেছি। আমরা হরতাল অবরোধ চাই না।
অপরদিকে জুতা শিল্প সমবায় সমিতির সভাপতি ও লাঙ্গলকোর্ট ইউনিয়নের আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আমরা ব্যবসা করে খাই। রাজনীতি করি না। বাঁচার তাগিদে ব্যবসার কারণে হরতাল অবরোধ চাই না। হরতাল অবরোধ প্রত্যাহার চাই।
এসময় ঝুড়ি, কোদাল, খুন্তি উঁচিয়ে ‘ভাত দে কাপড় দে নইলে অবরোধ তুলে নে’ বলে পুরুষ-মহিলা শ্রমিকরা স্লোগান দিতে থাকে। প্রায় ১০ মিনিট স্লোগান দিয়ে তারা চলে যায়।
জানা গেছে, জহিরুল হক মিন্টু ও আব্দুর রাজ্জাক ঢাকা-নারায়নগঞ্জ চলাচলকারী বন্ধন পরিবহনের দুটি বাস ভাড়া করে রাজধানীর নাজিরা বাজার থেকে ৩৫০ টাকা করে চুক্তি নিয়ে এসেছে।